
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এস.শ্রীসন্থকে তিন বছরের জন্য সাসপেন্ড করল কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, সঞ্জু স্যামসনের জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে কেসিএ-এর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ এপ্রিল কোচিতে অনুষ্ঠিত কেরালা ক্রিকেটের বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রীসন্থ বর্তমানে কেরালা ক্রিকেট লিগের একটি ফ্র্যাঞ্চাইজি দল ‘কোল্লাম অ্যারিস’-এর সহ-কর্ণধার। এর আগে, শ্রীসন্থ সহ ‘কোল্লাম অ্যারিস’, ‘আলাপুঝা টিম লিড’ এবং ‘আলাপুঝা রিপলস’—এই তিনটি ফ্র্যাঞ্চাইজি দলকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। তবে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায়, ফ্র্যাঞ্চাইজি দলগুলোর থেকে সন্তোষজনক জবাব পাওয়ায় তাদের বিরুদ্ধে আর কোনও ব্যবস্থা নেওয়া হবে না।
তবে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ভবিষ্যতে ম্যানেজমেন্টের সদস্য নিয়োগের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হবে। কেরালা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, সঞ্জু স্যামসনের নাম ব্যবহার করে ভিত্তিহীন অভিযোগ তোলায় তাঁর বাবা স্যামসন বিশ্বনাথ এবং আরও দুই ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সূত্রের খবর, এক অনুষ্ঠানে শ্রীসন্থ সঞ্জুর প্রতি সমর্থন জানিয়ে কেসিএ-এর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন। তাঁর অভিযোগ, সঞ্জুকে উদ্দেশ্যমূলকভাবে কেরালা স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, যা জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে। বোর্ড স্পষ্ট জানায়, শুধুমাত্র সঞ্জুর প্রতি সমর্থন দেখানো নয়, বরং সংস্থার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য করার কারণেই শ্রীসন্থকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের